এলজিএসপি-২ ২০১২-১৩-
এলজিএসপি-২বরাদ্দের বিপরীতে নিম্নোক্ত প্রকল্পগুলো গ্রহন করা হয়েছে ।
ইউনিয়ন পরিষদের সভায় ৬টি প্রকল্প বাস্তবায়নের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় । প্রকল্পগুলো হল।
১। তথ্যসেবা কেন্দ্রের জন্য জেনারেটর ষ্টাপলাইজার ইউপিএস সিসি ক্যামেরা ও অন্যন্য প্রয়োজনীয় মালামাল ক্রয় । বরাদ্দ = ১৪০০০০/= টাকা ।
২। ভেটেনারী র্সাজনের জন্য ফ্রিজ ও প্রয়োজনীয় মালামাল ক্রয় । বরাদ্দ = ৩০০০০/= টাকা।
৩। ১-৯ নং ওয়ার্ডে রিং স্লাব নির্মান করে ভিতরন বরাদ্দ = ২০০০০০/= টাকা ।
৪।৩নং ওয়ার্ডের আজাহার আলী হাং বাড়ীর দরজা থেকে ইউনুছ মুন্সি বাড়ীর দরজা পর্যন্ত মাটির রাস্তা পূন: নির্মান বরাদ্দ =২৭০০০০/= টাকা ।
৫। (ক) ২নং ওয়ার্ডে ফিরোজা খানম হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন রাস্তার পূর্ব পাশে লেট্রিন নির্মান বরাদ্দ = ৫০০০০/= টাকা ।
(খ) ৩নং ওয়ার্ড আবুল বশার হাং বাড়ীর দরজার রাস্তার পাশে লেট্রিন নির্মান বরাদ্দ = ৫০০০০/= টাকা ।
(গ) ৫নং ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের পশ্চিমদিকে গুচ্ছগ্রামএ লেট্রিন নির্মান বরাদ্দ = ৫০০০০/= টাকা ।
(ঘ) ৭নং ওয়ার্ডে আজিতুল্লাহ পাটওয়ারী বাড়ীর দরজায় লেট্রিন নির্মান বরাদ্দ= ৫০০০০/= টাকা ।
৬। (ক) ১নং ওয়ার্ডে ইসমত আলী চেৌকিদার বাড়ীর দক্ষিন পশ্চিম পাশে রাস্তার উপর পাইপ কালভার্ট নির্মান বরাদ্দ =৪০০০০/+ টাকা ।
(খ) ১নং ওয়ার্ডে ইউসুফ কাজি বাড়ীর পূর্ব পাশে পাইপ কালভার্ট নির্মান বরাদ্দ = ৪০০০০/= টাকা ।
(গ) ১নং ওয়ার্ডে আলাউদ্দিন খান বাড়ীর দ: পাশে পাইপ কালভার্ট নির্মান বরাদ্দ = ৪০০০০/= টাকা ।
(ঘ) ২নং ওয়ার্ডে্ আমজাদ আলী সরদার বাড়ীর রাস্তার উপর পাইপ কালভার্ট নির্মান বরাদ্দ =৪০০০০/= টাকা ।
(ঙ) ৩নং ওয়ার্ডে নুরু চেৌকিদার বাড়ীর পূর্ব পাশে রাস্তার উপর পাইপ কালভার্ট নির্মান বরাদ্দ = ৪০০০০/=
(চ) ৯নং ওয়ার্ডে শিয়াল বাড়ীর উত্তর পাশে রাস্তার উপর পাইপ কালভার্ট নির্মান বরাদ্দ =৪০০০০/= টাকা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস